IMG-LOGO

Art Competition Held

Last Modified: 5 November 2014

একশনএইড বাংলাদেশের ৩০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী  অনুষ্ঠান

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ২০০৭ সাল থেকে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ক্যাম্পাস প্রকল্পের মাধ্যমে ডোমার উপজেলার ভোগডাবুড়ি,কেতকিবাড়ী,বামুনিয়া ,গোমনাতী  ইউনিয়নে   শিক্ষ্,াসুশাসন,ও অধিকার নিয়ে কাজ করে আসছে। দীর্ঘদিন ধরে একশনএইড বাংলাদেশে উন্নয়ন সহযোগি হিসেবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।  
তারই ধারাবাহিকতায় একশনএইড এর  বাংলাদেশে ৩০ বছর পুর্তি উপলক্ষ্যে উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) ১৪ অক্টোবর ২০১৪ সকাল ১০.০০টার সময় (ইউএসএস) প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করে । চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৮ জন স্পন্সর শিশু অংশগ্রহন করে। ১ম স্থান লাভ করে মো: লেবু, দ্বিতীয় স্থান লাভ করে জ্ইু আক্তার ও ৩য় স্থান লাভ করে রাদিল ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক ডিজাইনার জিএমএ রাজ্জাক ও সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের চারুকলা বিভাগের শিক্ষিকা  ফাতেমা জুলি ও সানমুন কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আজাদুল হক । চিত্রাঙ্কন শেষে বিচারকগন  বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
প্রতিবেদন প্রস্তকারী
মো:মোসলেম উদ্দীন
সিডিএসও,চিলাহাটি