IMG-LOGO

ECO Fair Organized by USS, Nilphamari

Last Modified: 20 April 2014

দু’দনব্যাপী আয়োজিত বীজ ও পরিবেশ মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ৫ এপ্রিল১৪ সকাল ১১টায়। নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ বাজার সংলগ্ন এআরসি মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জনাব এসএম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব কেরামত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা, নীলফামারী সদর, জনাব আলাউদ্দিন আলী, নির্বাহী পরিচালক, ইউএসএস। সভাপতিত্ব করেন জনাব আমিনুর রহমান, চেয়ারম্যান, লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ।  ইউএসসি কানাডা-বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস ), নীলফামারী  আলো প্রকল্পের পক্ষ হতে ০৫ ও ০৬ এপ্রিল -২০১৪ এই মেলার আয়োজন করা হয়েছে। প্রকল্পের উপকারভোগী ৩০০ যুবা ও যুব কৃষকসহ স্থানীয় জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় ১৩টি স্টল প্রদর্শিত হয় যথাক্রমে-গোবর সার সংরক্ষণ ও কেঁচো  কম্পোস্ট, জার্ম প্লাজম কনজার্ভেশন,  লিকুইড ম্যানুউর  ও বায়োপেষ্টিসাইড, মডেল বাড়ী, প্রভাতি কিশোরী  সভা, বীজ ব্যাংক, মার্কেট কর্ণার,  ইউএসএস প্রি-স্কুল, বিজ্ঞান শিক্ষা প্রকল্প, অংশগ্রহণ মুলক জাত নির্বাচন, জেন্ডার সমতা, পার্মা কালচার,  ও কমিউনিটি ধান ব্যাংক মডেল। প্রধান অতিথি প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন ও অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করে পরামর্শ প্রদান করে।  
প্রতিবেদক-
আব্দুল কুদ্দুস সরকার
ফোকাল পার্শন, আলো প্রকল্প, ইউএসএস