IMG-LOGO

School Based Science Fair2014

Last Modified: 30 March 2014

আমাদের দেশে সাধারণভাবে বিজ্ঞান শিক্ষার ভিত্তি গড়ে ওঠে মাধ্যমিক পর্যায়ে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, নানাবিধ কারণে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান শিক্ষার প্রবণতা কমে যাচ্ছে। এর কারণগুলোর মধ্যে রয়েছে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ল্যাবরেটরির অপ্রতুলতাসহ বিজ্ঞান ব্যবহারিক উপকরণের অভাব। এ অবস্থা বিবেচনা করে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস), নীলফামারীর বাস্তবায়নে  রামনগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে মাঠে ২৭ মার্চ  বিজ্ঞান  মেলা-২০১৪ অনুষ্ঠিত হলো। উক্ত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রোকছানা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নীলফামারী। বিশেষ অতিথি ছিলেন জনাব এ টি এম নূরল আমীন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নীলফামারী সদর ও জনাব সফিকুল ইসলাম (তুহিন) চেয়ারম্যান রামনগর ইউনিয়ন পরিষদ নীলফামারী । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু ধীরেন্দ্র নাথ রায়, বিশিষ্ট সমাজ সেবক, নীলফামারী। মেলায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলা একজন শিক্ষার্থীর জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ। এমন সুযোগ খুব কমই আসে যেখানে একজন শিক্ষার্থী তার নিজের উদ্ভাবন করা প্রজেক্টগুলোর মাধ্যমে নিজের মেধা ও সৃজনশীলতা অন্যদের সামনে তুলে ধরতে পারে। শিক্ষক, অভিভাবক ও সমাজের অন্যান্য ব্যাক্তিরাও সুযোগ পায় তাদের সন্তানদের সৃজনশীল উদ্ভাবনী দেখার ও মেধার সাথে পরিচিত হওয়ার ।  বিদ্যালয়ের ব্যাস্থাপনা কমিটির সদস্যরা ও জনপ্রতিনিধি উক্ত বিজ্ঞান মেলায় উপস্থিত হয়ে বিজ্ঞান মেলাগুলোর সফলতা বাড়িয়ে তোলেন।  তারা বিজ্ঞান চর্চার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহবান জানান। তাদের বক্তব্যের মধ্যে ছিল-  ‘কখনো আমাদের বিদ্যালয় পর্যায়ে এরকম বিজ্ঞান মেলা হয়নি। আমরা বিজ্ঞান মেলা দেখতে পেয়ে অনেক কিছু শিখছি। এজন্য আমরা খুবেই আনন্দ অনুভব করছি। বিএসসি শিক্ষকগণ আশা ব্যক্ত করেন, এভাবে যদি প্রতিটি বিদ্যালয়ে বিজ্ঞান মেলা করা হয় তাহলে অতি দ্রুত বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ও বিজ্ঞান চর্চা বেড়ে যাবে।