IMG-LOGO

“শিশু অধিকার সুরক্ষিত” বিদ্যালয় ঘোষিত হলো নীলফামারীতে

Date Published: 31 October, 2017

 

Last Updated: 31 October, 2017

   à¦¶à¦¿à¦¶à§à¦° সর্বোত্তম স্বার্থ, বৈষম্যহীনতা, শিশুর বেঁচে থাকা ও বিকাশ, শিশুর অংশগ্রহণ ও জবাবদিহিতা, শিশু অধিকার মূলনীতিকে সামনে রেখে ৩০ অক্টোবর ২০১৭, নীলফামারী সদর উপজেলার  লক্ষীচাপ ইউনিয়নে  উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারী ও ডিয়াকোনিয়া এর সহযোগিতায় ককইবড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ ৫০০ জনের উপস্থিতিতে  “শিশু অধিকার সুরক্ষিত” বিদ্যালয়ঘোষনা “মতামত বাক্স” উদ্বোধন করেন করেন প্রধান অতিথি  জনাব মামুন ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার, নীলফামারী সদর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-  জনাব মোঃ আহম্মদ আহসান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব আলাউদ্দিন আলী, নির্বাহী পরিচালক, ইউএসএস, নীলফামারী। উপস্থিত ছিলেন নাগরিক সমাজের সদস্য ও ইউএসএস কর্মীরা।
হঠাৎ করেই সকার থেকে একটানা বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হলে অনুষ্ঠানের বিঘœ ঘটার উদ্বেগ তৈরী হয় আয়োজকদের মধ্যে। প্রায় ৫ ঘন্টাব্যাপী চলা এ দুর্যোগে ছিন্ন ভিন্ন হয়ে যায় বিদ্যালয় মাঠে তৈরী করা প্যান্ডেল, ডেকোরেশন ও শিক্ষার্থীদের হাতে তৈরী করা পোষ্টার ও সাজসজ্জা। ফলে মাঠে অনুষ্ঠান করা সম্ভব না হলেও আয়োজকরা উদ্যোগ হারায়নি। বিলম্বে হলেও বেলা ৩টায় বিদ্যালয়ে হল ঘরে শুরু হয় অনুষ্ঠান। তার আগে প্রধান অতিথিসহ “শিশু অধিকার সুরক্ষিত”বোর্ড উম্মোচন, শান্তির জন্য পায়রা উড়ানো ও “মতামত বাক্স” উম্মোাচন করা হয়। হল ঘরে অনুষ্ঠানের শুরুতে শিক্ষর্থীরা শিশু অধিকার বিষয়ে সমবেত সঙ্গীত পরিবেশন করে সবার মন কাড়েন। এরপর  প্রধান অতিথির জন্য মান পত্র পাঠ করেন শিক্ষার্থী ফোরাম এর সভাপতি জনাব দিপা রায়। স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যায়ঘোষনা করেন প্রধান শিক্ষক জনাব গনপতি রায়। সকল অতিথির বক্তব্য শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত শিশু অধিকার বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনের হাতে পুরস্কার তুলেদেন সকল অতিথি মিলে। অনুষ্ঠানের সকল পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকরা শিক্ষকদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মত। বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তিই বলে দিচ্ছে- সব বাঁধা ডিঙিয়ে তারা জয়ের পথে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব সুকুমার রায়, সভাপতি, ককইবড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়।    
প্রতিবেদক
শাহনাজ বেগম, প্রকল্প সমন্বয়কারী, পিজিইএলকেপিআই, ইউএসএস।

MORE USS Events