IMG-LOGO

USS Pre-School Teachers Training Held

Date Published: 23 February, 2014

 

Last Updated: 23 February, 2014

শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পূর্ব প্রস্তুতি হিসেবে শারীরিক, মানসিক,ভাষাভিত্তিক,বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় বিকাশের জন্য শরীরচর্চা করা, ছড়া বলা, নাচ করা,গান করা,ঘটনা বলা, অভিনয় করা, বর্ণ চেনা ও সংখ্যা বলা, বর্ণ ও সংখ্যা লেখা, নামতা বলা, ছবি আঁকা ইত্যাদি বিষয় অনুশীলন হয় ইউএসএস প্রি-স্কুলে। দক্ষতার সাথে এসকল কাজ পরিচালনার জন্য শিক্ষিকাদের ১ নং কমিউনিটি ধান ব্যাংক অফিসে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ হলো ২৫ হতে ৩১ জানুয়ারী ১৪ পর্যন্ত।  প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ১২জন শিক্ষিকা  ও ২জন সুপারভাইজার। নার্গিস জাহান ফরিদা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ও ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় ইউএসএস ও গ্রীন ফাউন্ডেশন বাস্তবায়ন করছে কর্মসূচীটি। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুল কুদ্দুস সরকার, সমন্বয়কারী শিক্ষা, ইউএসএস, নীলফামারী।

MORE USS Events