IMG-LOGO

আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন

Last Modified: 12 March 2017

প্রতিবেদন
“নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলেযাবে বিশ্ব,কর্মে নুতন যাত্রা”
আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন
তারিখঃ ৮ মার্চ -২০১৭
স্থান:ইউএসএস,প্রকল্প অফিস,চিলাহাটি ডোমার ,নীলফামারী।

উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) একশনএইড বাংলাদেশের সহযোগতিায় কমিউনিটি ডেভালাপমেন্ট এন্ড মঙ্গা মিটিগেশন থ্রু আপগ্রেডিং সোস্যাল ক্যাপিটাল(ক্যাম্পাস) প্রকল্পের মাধ্যমে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী,কেতকিবাড়ি,গোমনাতি ও বামুনীয় ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। কর্মসূচীর অংশ হিসেবে একটি অন্যতম কাজ হলো নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন  à¦¦à¦¿à¦¬à¦¸ উদযাপন। দিবস উদযাপনের ধারাবহিকতায়” নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলেযাবে বিশ,¦ কর্মে নুতন যাত্রা ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদ্যাপন করা হয়।

 à¦†à¦¨à§à¦¤à¦°à§à¦œà¦¾à¦¤à¦¿à¦• নারী দিবস-২০১৭ উদ্যাপনের উদ্দেশ্য ঃ-
ক্স    à¦¨à¦¾à¦°à§€à¦° বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে  à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ সচেতনতা সৃষ্টি  à¦•à¦°à¦¾à¦“ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য্য ও গুরুত্ব তুলে ধরা ।
ক্স    à¦¨à¦¾à¦°à§€  à¦…ধিকার বাস্তবায়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে বক্তব্য এবং দাবি তুলে ধরা ও তা নিশ্চিতে সেবা দানকারী প্রতিষ্ঠানে ভূমিকা তুলে ধরা
কর্মসুচীর বাজেঁট ৬০০০  à¦Ÿà¦¾à¦•à¦¾ ,প্রকুত খরচ: ২৬০০ টাকা মাত্র ।
এল আরপি পর্যায়ে ক্রিটিক্যাল পাথওয়ের সাথে লিংকেজ  à¦‰à¦¦à§à¦¦à§‡à¦¶ নং ৪ ঃ
     à¦¨à¦¾à¦°à§€, শিশু যুব এবং প্রতিবন্ধী ব্যাক্তিদের দক্ষতা এবং নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে লিঙ্গ ভিত্তিক সহিংসতা, বৈষম্য প্রথাগত ক্ষতিকর বিষয়গুলোকে চ্যালেঞ্জ করছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা পেয়েছে।
একশন এইড বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অগ্রাধিকারের আওতায কাজটি করা হয়েছে ।

অংশগ্রহণকারীর সংখ্যা ও ধরণ ।
কর্মসূচীর নাম    à¦¶à¦¿à¦¶à§ (০-১৪)    à¦¯à§à¦¬ (১৫-৩০)    à¦¬à§Ÿà¦¸à§à¦• (৩১-৪৫)    à¦…তিবয়স্ক (৪৬+)    à¦®à§‹à¦Ÿ
     মেয়ে    à¦›à§‡à¦²à§‡    à¦¨à¦¾à¦°à§€    à¦ªà§à¦°à§à¦·    à¦¨à¦¾à¦°à§€    à¦ªà§à¦°à§à¦·    à¦¨à¦¾à¦°à§€    à¦ªà§à¦°à§à¦·    à¦¨à¦¾à¦°à§€    à¦ªà§à¦°à§à¦·
র‌্যালী, মানব বন্ধন ও আলোচনা সভা     à§§à§ª    à§¦    à§¨à§¯    à§©    à§¨à§­    à§­    à§¦    à§¬    à§­à§¦    à§§à§¬
স্বাক্ষরতা ক্যাম্পাইন    à§§à§«à§¦    à§§à§¨à§«    à§¦    à§¦    à§¦    à§¦    à§¦    à§¦    à§§à§«à§¦    à§§à§¨à§«
ধরাবাহিকতা/ অনুষ্ঠানসূচীঃ
র‌্যালীঃ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের শুরুতে একটি র‌্যালী করা হয়। সকাল ১০.২০ মিনিটি বর্নাঢ্য র‌্যলি ইউএসএস ক্যাম্পাস প্রকল্প অফিস থেতে চিলাহাটি মার্সেন্টে হাই স্কুল প্রদক্ষিন করে এবং পুনরায় প্রকল্প অফিস ফিরে আসে। র‌্যলীতে শিশু, নারী,যুব ও সাংবাদিকসহ মোট ৮৬ জন উপস্থিত ছিলেন।এ ছাড়াও র‌্যলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মলিত ব্যানার, ফেষ্টুন এবং প্লেকার্ড ছিল। র‌্যালি চলাকালিন সময়ে নারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন অধিকারের কথা ও নারী দিবসের প্রতিপাদ্য বিষয় বলে  à¦¸à§à¦²à§‹à¦—ান দেন।
মানববন্ধনঃ  à¦¸à¦•à¦¾à¦² ১১.০০ ঘটিকায় চিলাহাটিতে  à¦®à¦¾à¦¨à¦¬ বন্ধন অনুষ্ঠিত হয় মনব বন্ধনে লোককেন্দ্র ফোরামের সদস্য, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং সর্বস্থরের জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে ।মানব বন্ধন চলাকলিন সময়ে উক্ত কর্মসুচির পালনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন লোককেন্দ্র নেত্রীগণ নারী অধিকার নিশ্চিত করায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য্য নিয়ে বক্তব্য রাখেন।
স্বাক্ষরতা ক্যাম্পাইন ঃ কন্যা শিশু বোঝা নয়,১৮এর আগে বিয়ে নয়, শিশু নির্যাতন বন্ধ হোক এই সকল ইস্যুগুলোকে সামনে নিয়ে ৫টি শিশু বিকাশকেন্দ্রর শিশুদের নিয়ে সাক্ষরতা ক্যাম্পাইন কার্যক্রম পরিচালনা করা হয়।এই ক্যাম্পাইনে ২৭৫ জন ছেলে মেয়ে স্বাক্ষর করে এ ছাড়া ও ৮৬ জন  à¦°‌্যালি, মানব বন্ধনে অংশগ্রহনকারীগণ স্বাক্ষর করে ।

আলোচনা সভা: আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য ৮ মার্চ ২০১৭ তারিখে র‌্যালী ও  à¦®à¦¾à¦¨à¦¬à¦¬à¦¨à§à¦§à¦¨ শেষে ইউএসএস প্রকল্প অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস পালনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন জনাব মো: কায়কোবদ হোসেন,প্রকল্প সমন্বয়কারী,ইউএসএস, ক্যাম্পাস প্রকল্প,চিলাহাটি শাখা,ডোমার,নীলফামারী । আলোচনা সভায় নারী ও অধিকার বর্তমান প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।
 à¦œà¦¨à¦¾à¦¬à¦¾ রাবেয়া খাতুন, সভাপতি, প্রত্যাশা লোককেন্দ্র ,চিলাহাটি বলেন যে“ বর্তমান সরকারের নিকট আমাদের দাবি যে নারী  à¦…ধিকার বাস্তবায়ন ও তাদের উন্নয়নের জন্য সরকারের উচিত সুনির্দিষ্ঠ করে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা”,
 à¦œà¦¨à¦¾à¦¬à¦¾ বাবলী রানী রায়,সম্পাদক,সমাজ উন্নয়ন লোককেন্দ্র ফোরাম বলেন যে“ আমরা নারীরা এমন একটি পরিবেশ চাই,সমাজ চাই,দেশ চাই যেখানে নারীর প্রতি কোনো ধরণের বৈষম্যমূলক আচরণ হবে না এবং নারীদের প্রতি কোনো ধরনের সহিংসতা হবে না,নারীরা নিরাপদে থাকতে পারে”, 
জনাবা মাসুমা বেগম,সভাপতি, নারী মুক্তি লোককেন্দ্র ও অন্যান্য নারী নেত্রীগণ বলেন যে“এখনই সময় হয়েছে আমাদের জাগ্রত হওয়ার,আমদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে ,আমাদের অধিকার আদায় করতে হবে”।

তাৎক্ষনিক ফলাফলঃ- 
ক্স    à¦…ংশগ্রহনকারীগণ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য্য সম্পর্কে জানতে পেরেছে।
ক্স    à¦¨à¦¾à¦°à§€ নেত্রীগন তাদের  à¦¦à¦¾à¦¬à¦¿ দাওয়া তুলে ধরার সক্ষমতা তৈরি হযেছে।
ভবিষ্যৎ এর জন্য সুপারিশ ঃ-
    à¦†à¦²à§‹à¦šà¦¨à¦¾ সভা করার জন্য বেশী সময় ও বাজেট দরকার ।